ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
কুড়িগ্রামে আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

কুড়িগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্যের ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় কুড়িগ্রামে আয়োজিত শোভাযাত্রায় নেমেছিলো মানুষের ঢল।

শনিবার (২৫ নভেম্বর) সারাদেশের ন্যায় আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এরপর শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে বিজয় স্তম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সদর ইউএনও আমিন আল পারভেজ,  জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।

আলোচনা শেষে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এফইএস/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।