ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে গার্ল গাইডসের আঞ্চলিক পরিষদ অধিবেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
সাভারে গার্ল গাইডসের আঞ্চলিক পরিষদ অধিবেশন সাভারে গার্ল গাইডস্ আঞ্চলিক পরিষদ অধিবেশন-ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে গার্ল গাইডস্-এর ১৭ তম আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে অলোচকরা বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একটি স্কাউট/গার্ল ইন স্কাউট, রোভার/গার্ল ইন রোভার স্কাউট দল ও গার্ল গাইড/রেঞ্জার দল গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাংলাদেশ স্কাউটস ও গার্ল গাইডস অ্যাসোসিয়েশন দেশব্যাপী স্কাউটিং ও গাইডিং কার্যক্রম পরিচালনা এবং বাস্তবায়নের লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও পরিকল্পিত অনুশীলনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটস ও গার্লস গাইড আন্দোলনের ভূমিকা ও অবদান আজ বিশ্বব্যাপী স্বীকৃত বলেও জানান তারা।
 
অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার সৈয়দা শাহেদা হোসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান।  

গার্ল গাইডস্-এর স্থানীয় কমিশনার পারভিন ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফকরুল আলম সমর। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোসা. রওশনারা চৌধুরী। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম প্রমুখ।
 
আয়োজিত আঞ্চলিক পরিষদের অধিবেশনে ঢাকা অঞ্চলের ১৩ জেলার দুই শতাধিক কাউন্সিলর ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। অধিবেশন শেষে গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।