ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পৃথকস্থান থেকে ২ মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আশুলিয়ায় পৃথকস্থান থেকে ২ মরদেহ উদ্ধার

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় পৃথকস্থান থেকে এক গৃহবধূসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টায় আশুলিয়ার বগাবাড়ি এলাকা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ ও রাত সাড়ে ১২টার দিকে জামগড়া ছয়তলা রুপায়ন মাঠ থেকে শাহজাহান নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।  

শাহজাহান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ঘুঘুদিয়া গ্রামের নবীর প্রমাণিকের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া ও ভাদাইল এলাকায় রিকশা চালাতেন। গৃহবধূর নাম-পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে পৃথকস্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।  

এছাড়া মরদেহ দু’টির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।