ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিরলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বিরলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলা থেকে মোটরসাইকেলসহ অজ্ঞাতপরিচয় (৪৩) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার বিজোড়া ইউনিয়নের বল্লভপুর এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধান ক্ষেতে পড়ে মারা গেছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মজিদ সরকার।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।