ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাবনা সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
পাবনা সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছেন পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।

ঈশ্বরদী (পাবনা): মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছেন পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।

রোববার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সুগার মিলের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা।  

এক ঘণ্টা তারা ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন।

এতে সৃষ্টি হয় যানজট। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৮শ’ শ্রমিক-কর্মচারী এ কর্মসূচি পালন করেন।

এ সময় পাবনা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার মিল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, শ্রমিক কে এম আব্দুর রশিদ, আরিফুর রহমান আরিফ, সাজেদুল ইসলাম শাহিন, বাবুল আলম বাবু, রবিউল ইসলাম রবি, জিল্লুর রহমান, আইনুল হক, ইমদাদুল হক চৌধুরী, আকবর হোসেন, মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আবু তাহের তালুকদার, মনিরুল ইসলাম, এস্কেন্দার আলী, রমজান আলী প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৭ সালের ৩০ নভেম্বর এর মধ্যে সর্বনিম্ন ৮,৭৫০ টাকা সর্বোচ্চ ১৩৫০০ টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে জাতীয় স্কেল ঘোষণা এবং ১ জুলাই ২০১৫ তারিখ থেকে জাতীয় স্কেল কার্যকর না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।  

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।