ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ফতুল্লায় ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (২৭ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন-জামতলা এলাকার মেজবাহ উদ্দীন খন্দকারের ছেলে তমিজউদ্দীন খন্দকার আপেল, একই এলাকার জামসেদ মিয়ার ছেলে বাবু, আবুল হোসেনের ছেলে ফয়সাল ও আলীম হোসেনের ছেলে মনির হোসেন।

ডিবির উপ পরিদর্শক (এসআই) আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের জামতলা এলাকা থেকে ১হাজার ১শ’ ইয়াবাসহ তাদের আটক করা হয়। মাদক বিক্রেতা তমিজউদ্দীন খন্দকার আপেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১০টি মামলা রয়েছে। মাদক মামলায় দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।