ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফুটপাতে-দোকানে জেঁকে বসেছে শীত!

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ফুটপাতে-দোকানে জেঁকে বসেছে শীত! নিউমার্কেটে পছন্দের শীতের পোশাক খুঁজে নিচ্ছেন ক্রেতারা/ ছবি: সুমন শেখ

ঢাকা: শীতের আগমনে বদলে যাচ্ছে প্রকৃতির রূপবৈচিত্র্য। নগরে এখনও অগ্রাহয়ণের শীত তেমন একটা প্রভাব না ফেললেও গ্রামগঞ্জে জেঁকে বসেছে শীত। তবে সন্ধ্যা ও রাতে উত্তরের হিমেল হাওয়া নগরজীবনেও শীতানুভূতির আনছে। আর এ কারণেই নগরবাসী শীতের কাপড় কিনতে ভিড় করছেন দোকানে।

গ্রামাঞ্চলের তুলনায় ঢাকা শহরে শীতের প্রকোপ কম হলেও শীতের পোশাক কেনায় শহরের লোকেরাই বেশি বিলাসী। তাই রাজধানীবাসীর শীতের পোশাকের যোগান দিতে নানারকম গরম কাপড়ের পসরা সাজিয়েছে রাজধানীর বিভিন্ন মার্কেটের দোকানিরা।

বড় বড় শপিংমল থেকে শুরু করে ফুটপাতের দোকানে জ্যাকেট, সোয়েটার, হুডি, শাল, ব্লেজার, চাদর, কাশ্মীরি শাল, হরেকরকম গেঞ্জিসহ বাহারি ডিজাইনের শীতের কাপড় পাওয়া যাচ্ছে। তরুণীদের জন্য রয়েছে হাল আমলের স্টাইলিশ নকশার শীতের কাপড়।
নিউমার্কেটে পছন্দের শীতের পোশাক খুঁজে নিচ্ছেন ক্রেতারা/ ছবি: সুমন শেখসোমবার (২৭ নভেম্বর) রাজধানীর বেশ কিছু মার্কেট ঘুরে এমন চিত্র দেখা যায়। নিউমার্কেট, চাঁদনিচক, ইস্টার্ন মল্লিকা, নুরজাহান মার্কেট, ধানমন্ডি হকার্স, গুলিস্তান ও মিরপুর ১০ নম্বরের বিভিন্ন দোকানে এক মাস ধরে শীতের পোশাক কেনা-বেচা হচ্ছে। তবে গত এক সপ্তাহ যাবত বেচা-বিক্রি বেশি বলে জানান বিক্রেতারা।

মার্কেটগুলো ঘুরে দেখা যায়, শীতের তীব্রতা না বাড়লেও, ক্রেতারা কেনাকাটা সেরে নিচ্ছেন। ক্রেতারা মনে করছেন শীত বেশি পড়লে কাপড়ের দাম বেড়ে যাবে। বিভিন্ন বয়সী ক্রেতারা ফুল হাতা গেঞ্জি, টুপি, পাতলা সোয়েটার, ট্রাউজারসহ হালকা শীতের কাপড কিনতে শপিং মলগুলোতে ভিড় করছেন।

নিউমার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটে বৈচিত্র্যময় শীতের পোশাক পাওয়া যাচ্ছে। এখানে ১০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত দামে সোয়াটার বিক্রি হচ্ছে। দেশি ব্লেজার ৭০০ থেকে ১৫০০ টাকা, চাইনিজ ব্লেজার ১৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত। লেদারের জ্যাকেট ১৫০০ থেকে ৪ হাজার টাকা। শাল ৩০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত দরে পাওয়া যাচ্ছে। কাশ্মীরি শাল ১২০০ থেকে ৫০০০ টাকা। ফুলহাতা গেঞ্জি ২০০ টাকা থেকে ৫শ’ টাকার ভিতরে।

মার্কেটগুলোতে বাচ্চাদের জন্যও রয়েছে বাহারি রং ও ডিজাউনের শীতের কাপড় এবং টুপি। বাচ্চাদের সোয়েটার ২০০ টাকা থেকে ১ হাজার টাকা, হুড়ি পাওয়া যাচ্ছে ৪০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। বিভিন্ন ডিজাইনের টুপি ৬০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ফুটপাত ও শপিং মলের নানা রঙ ও ডিজাইনের কম্বলও দেদারচ্ছে বিক্রি হচ্ছে। ২৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দামের কম্পল রয়েছে দোকানগুলোতে।
হাতমোজা বাছাই করছেন এক ক্রেতা/ ছবি: সুমন শেখনিউমার্কেটের আর এম ফ্যাশনের বিক্রেতা আল আমিন বাংলানিউজকে বলেন, এক সপ্তাহ যাবত শীতের কাপড় ভালো বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী নানা ধরনের শীতে কাপড় এনেছেন। শীতের তীব্রতা বাড়লে পোশাক বিক্রিও বাড়বে।

নিউমার্কেটে কাপড় কেনাকাটা করতে এসেছেন আজিমপুরের বাসিন্দা অবনী হাসান। ফুটপাতে দাঁড়িয়ে মোজা ও টুপির দরদাম করতে করতে তিনি বলেন, আজকে বাচ্চাদের জন্য টুপি ও হালকা শীতের কাপড় কিনছি। পছন্দ হলে নিজের জন্যও কিনব।

হকার্স মার্কেটের ব্যবসায়ী আবু তায়েব বাংলানিউজকে বলেন, ঢাকায় শীত কম পড়লেও শীতের কাপড় বেশি বিক্রি হয়। ঢাকার মানুষ শীতের পোশাককে ফ্যাশন হিসেবে নেয়। এজন্য তারা বৈচিত্র্যময় ডিজাইন খোঁজে। আমরাও তাই প্রতিবার চেষ্টা করি আর্কষণীয় ডিজাইনের পোশাক রাখতে। হকার্সে পাতলা গেঞ্জি ও সোয়েটার পুরো ঢাকার মানুষের কাছে অনেক জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।