ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
পাহাড়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার নানিয়ারচর ইউনিয়ন পরিষদ নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন করেন এমপি চিনু

রাঙামাটি: সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, নানিয়ারচর উপজেলায় ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের একটি। সরকার জানে একটি অঞ্চলকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। তাই সরকার পাহাড়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে নানিয়ারচর উপজেলায় ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিলাল চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা, নানিয়ারচর জোন কমান্ডার মোহাম্মদ বাহালুল, জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রমুখ।

এলজিইডির অর্থায়নে ৯০ লাখ ছয় হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের এ কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।