ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ছেলেকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
জামালপুরে ছেলেকে গলা কেটে হত্যা ...

জামালপুরঃ ছয় মাস বয়সী নিজের শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে মা। সোমবার (২৭ নভেম্বর) জামালপুরের মেলান্দহ উপজেলার মলিকাডাঙ্গা গ্রামে এ লোমহর্ষক ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় নিহত শিশুর মা মিম আক্তারকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুর নাম আল মামুন।

তার বাবা মো. আছাদুল্লাহ ময়মনসিংহ জেলার বিদ্ধাগঞ্জে আনসারে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে আছাদুল্লাহর সঙ্গে মিম আক্তারের বিয়ে হয়। সন্তান হওয়ার পর থেকে আছাদুল্লাহ স্ত্রীর খোঁজ খবর নেওয়া বাদ দেন। এসব বিষয় নিয়ে স্ত্রী মিম আক্তার কিছুটা মানসিক বিকার গ্রস্থ হয়ে পড়েছিলেন।

সোমবার বিকেলে তিনি নিজ ঘরে শিশু সন্তান নীরবের গলা কেটে হত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা মিমকে আটক করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত মিম আক্তার জানান, তিনি নিজ বাড়ির উঠানে বটি দিয়ে তরকারি কাটার সময় শিশু আল মামুন কোল থেকে বটির ওপর পড়ে গলা কেটে যায়। পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, ওই নারী বিকার গ্রস্থ। তাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নানা হতাশা থেকেই তিনি শিশু সন্তানকে হত্যা করে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।