ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোর আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
যশোর আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা যশোর আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা

যশোর: যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মোহাম্মাদ ইসহক ও সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট শাহানুর আলম শাহীন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে, আইনজীবী সমিতির ১নং ভবন মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭টি পদে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সমিতির ৪৪২ ভোটারের মধ্যে ৪৩৬ জন ভোটা দেন।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতি পদসহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাত জন ও সাধারণ সম্পাদকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ১০ জন প্রার্থী বিজয়ী হন।  

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ ইসহক ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট আব্দুল আলী পেয়েছেন ১৫১ ভোট।

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট শাহানুর আলম ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আলী মোর্তজা ছোট পেয়েছেন ২০৭ ভোট।

বিজয়ী অন্যরা হলেন- সহ সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সৈয়দ মোকাররম হোসেন (১৯৪ ভোট), একই পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সৈয়দ রুহুল কুদ্দুস কচি (১৭৮ ভোট), যুগ্ম সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বদরুজ্জামান পলাশ (২৪৪ ভোট), সহকারী সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পলক মৈত্র (২১৩ ভোট), একই পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের গাজী শহিদুল ইসলাম (২০৫ ভোট), লাইব্রেরি সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এসএম নাসির আলম (২৩১ ভোট) কার্যকরী সদস্যের নয়টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মিতা রহমান (২৬২ ভোট), নাসিমা আক্তার রুবি (২৫১ ভোট), আফরোজা সুলতানা রনি (২৩৪ ভোট), মেজবাহুল ইসলাম পারভেজ (২১৮ ভোট), নবকুমান কুন্ডু (১৮৮ ভোট), জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সালাউদ্দীন শরীফ শাকিল (২১৭ ভোট),  মাধমেদ্র অধিকারী (২০৫ ভোট),  ডেজিনা ইয়াসমীন (১৯৭ ভোট), শাহিনা খানম লিলি (১৯৬ ভোট) ও বঙ্গবন্ধু আইনজীবী ফোরামের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।