ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে ১ ডাকাত আটক, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
কমলগঞ্জে ১ ডাকাত আটক, আহত ৩ হাসপাতালে আটক ডাকাত সদস্য

মৌলভীবাজার: কমলগঞ্জে ডাকাতদলের অজ্ঞাত এক সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এসময় ডাকাতদের হামলায় একই পরিবারের ৩ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রবের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতের হামলায় আহতরা হলেন-  অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব এবং তার দুই ভাই আব্দুল হাই ও আব্দুল আজিজ।

তারা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  

গণপিটুনিতে গুরুতর আহত ডাকাতদলের সদস্যকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ডাকাতিকালে পরিবারের লোকজন বাধা দেওয়ায় ডাকাতরা তাদের উপর হামলা চালিয়ে আহত করে। পরে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করলে সঙ্গবদ্ধ দলের এক ডাকাত সদস্য গ্রামবাসীর হাতে আটক হয়। এসময় জনতার গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। ডাকাত সদস্য তার নাম ঠিকানা কিছুই বলতে পারছেনা।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।