ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা নিহত

রাজবাড়ী: রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্বাস সরদার ওরফে খোকন (৪৮) নামে এক চরমপন্থি নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বেনীনগর কালিতলা এলাকার একটি মেহগনি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

খোকন পাবনা জেলার সুজানগর থানার কামারহাট গ্রামের মৃত নেকুন সরদারের ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল বাংলানিউজকে জানান, খোকন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের একজন নেতা। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে খোকন ও তার দলের অন্যান্য সদস্যরা বেনীনগর কালিতলা এলাকার একটি বাগানে বৈঠক করছিলেন। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানার পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে খোকন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় চরমপন্থি দলের বাকী সদস্যরা পালিয়ে যান।
   
ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, দুই রাউন্ড গুলি, ওয়ান শ্যুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।