ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ট্রাক খাদে পড়ে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
পটুয়াখালীতে ট্রাক খাদে পড়ে নিহত ২

পটুয়াখালী: পটুয়াখালীতে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে পটুয়াখালী সদরের বসাকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক ফারুক ও হেলপার আলমগীর।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহত চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।