ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাচারকালে বিমানবন্দর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
পাচারকালে বিমানবন্দর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

ঢাকা: মালদ্বীপে পাচারকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিমানবন্দরে র‌্যাব-৩ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।  

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়াদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিলো না।

মালদ্বীপ এয়ারলাইন্সের কিউ-২৫৫১ নম্বর ফ্লাইটে তাদের মালে নেওয়া হচ্ছিলো।  


তিনি বলেন, ট্যুরিস্ট ভিসা ও জাল ওয়ার্ক পারমিট দিয়ে তাদের মালদ্বীপে পাঠাচ্ছিলো একটি চক্র। তাদের কাছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন ছিলো না।

তবে ঘটনাস্থল থেকে কোনো দালালকে আটক করা যায়নি বলেও জানান লে. কর্নেল এমরানুল হাসান।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।