ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে নেশার ইনজেকশনসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
বদলগাছীতে নেশার ইনজেকশনসহ আটক ১ বদলগাছীতে নেশার ইনজেকশনসহ আটক ১

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলা থেকে ১২০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মো. মুকুল হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পারসম বাড়ি থেকে তাকে আটক করা হয়। মুকুল হোসেন বদলগাছী উপজেলার সাহারপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পারসম বাড়ি এলাকা থেকে মুকুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১২০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।