ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক চালকের হাতে লেগুনা চালক খুন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
ট্রাক চালকের হাতে লেগুনা চালক খুন 

ঢাকা: রাজধানীতে শাহ আলী থানার দিয়াবাড়ি এলাকায় ট্রাক চালকের হাতে লেগুনা চালক সেলিম খুন হয়েছেন। শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকালে দিয়াবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে লেগুনার ধাক্কা লাগলে লেগুনার বাম্পার ছুটে যায়। এতে দুই চালকের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

এক পর্যায়ে ট্রাক চালক লেগুনা চালককে মারধর করলে তিনি গুরুতর আহত হন।  

পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

ওসি বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যান। তবে তার নাম জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রাক চালক লেগুনা চালক সেলিমকে কিছু দিয়ে আঘাত করেছেন। সুরতহাল তৈরির সময় এটা দেখা যাবে।  

মরদেহ এখনো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এজেডএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।