ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আঞ্চলিক স্কিলস্ কম্পিটিশন উপলক্ষে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
বরিশালে আঞ্চলিক স্কিলস্ কম্পিটিশন উপলক্ষে র‌্যালি বরিশালে আঞ্চলিক স্কিলস্ কম্পিটিশন উপলক্ষে র‌্যালি

বরিশাল : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’এই স্লোগানে বরিশালে আঞ্চলিক স্কিলস্ কম্পিটিশন-২০১৭ আয়োজন করা হয়েছে।

বরিশাল পলিটেকনিক ইনিষ্টিটিউটের আয়োজনে শুক্রবার (১ ডিসেম্বর) সকালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বেলুন ও ফ্যাস্টুন উড়িয়ে কম্পিটিশনের উদ্বোধন করা হয়।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেল খানার মোড়ে গিয়ে শেষ হয়।

এদিকে বেলা ১১টায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সেমিনারের আয়োজন করা হয়। সেখানে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সৈয়দ নুরুন নবী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক ড. ইঞ্জি. মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনির হোসেন হাওলাদার।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- প্রকৌশলী হাসান মো. কামরুজ্জামন, সামসুন্নাহার প্রমুখ।

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে স্কিল ডেভলপমেন্টের লক্ষ্যে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলার আয়োজন করা হয়। যেখানে ১৫টি স্টল রয়েছে।

কারিগরি শিক্ষা অধিদফতরের স্কিলস্ অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (এসটিইপি) সহযোগিতায় আঞ্চলিক স্কিল কম্পিটিশনে বরিশাল, পটুয়াখালী, ভোলা ও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশালস্থ ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, পটুয়াখালীস্থ বেগম ফজিলাতুন্নেছা পলিটেকনিক ইনস্টিটিউট অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।