ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
না.গঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ মহানগর যুবদলের বিক্ষোভ-মিছিল। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর যুবদলের নেতা-কর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। 

শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরের মিশনপাড়ায় এ বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

 

মিছিলটি শহরের ডন চেম্বার ঘুরে ফের মিশনপাড়া মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করেন যুবদল নেতা-কর্মীরা।  

এদিকে মহানগর যুবদলের এই কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ও চাষাঢ়ায় অবস্থান নেয় পুলিশ। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্যত্র মিছিল করে যুবদল।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।