ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
বান্দরবানে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবান: বান্দরবানে বন্যহাতির আক্রমণে মো. কামাল উদ্দীন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের কালিগন্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দীন ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে জমিতে কাজ করছিলেন কৃষক মো. কামাল উদ্দীন। এসময় পার্শ্ববর্তী জঙ্গল থেকে ৩-৪টি হাতি লোকালয়ে হানা দেয়।

হাতির উপস্থিতি টের পেয়ে কামাল উদ্দীন পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা পাননি। হাতির পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে পাহাড়ে খাদ্যের অভাবে হাতির পালটি লোকালয়ে হানা দিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।