ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বিশ্ব এইডস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
কুড়িগ্রামে বিশ্ব এইডস দিবস পালিত সভায় কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: ‘স্বাস্থ্য আমার অধিকার’- এই স্লোগানে এইডস বিষয়ে সচেতনতায় র‌্যালিসহ নানা আয়োজনে কুড়িগ্রামে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত সিভিল সার্জন ডা. রেজিনা বেগম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আশিক সরোয়ারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে, সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।