ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে স্মার্টকার্ড বিতরণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
ঝালকাঠিতে স্মার্টকার্ড বিতরণ শুরু ঝালকাঠিতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

ঝালকাঠি: বিজয়ের মাসের প্রথম দিন থেকে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) হাতে পেতে শুরু করেছেন ঝালকাঠিবাসী।

শুক্রবার (০১ ডিসেম্বর) থেকে স্মার্টকার্ড আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়  ঝালকাঠিতে। এ কার্যক্রম চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে স্মার্টকার্ড বিরতণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সোহেল সামাদ, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে পৌরসভা চত্বরে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।  প্রথম পর্যায়ে ঝালকাঠি সদর উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের নাগরিকদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

বাংলা‌দেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএস/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।