ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে মাদকসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
লৌহজংয়ে মাদকসহ যুবক আটক জব্দকৃত মাদক, মোটরসাইকেল ও আটক যুবক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ৫ বোতল ফেনসিডিল, ৪৮ ক্যান বিয়ার, ২ বোতল হুইস্কি, মাদক বিক্রির ৫০৪ টাকা, এবং ১টি মোটরসাইকেলসহ মো. মিঠু বেপারী (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুরাতন মাওয়া ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

মিঠু লৌহজং উপজেলার দক্ষিণ মেদেনী মণ্ডল গ্রামের আব্দুল খালেক বেপারীর ছেলে।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বাংলানিউজকে বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদক ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।