ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
রাঙামাটিতে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জগৎ জ্যেতি চাকমা, ড. মানিক লাল দেওয়ানসহ জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।

এসময় জেলা প্রশাসক মান্নান জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের হাতে স্মার্ট কার্ড বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।