ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী

রংপুর:  রংপুরের দর্শনার কলেজ পাড়ার সিন মনি (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এক আত্মীয়ের বাসার পুকুরে গোসল করতে গিয়ে মারা যায় সে।

ওই শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নগরীর কলেজ পাড়া এলাকার বাসিন্দা মো. বাদশা মিয়ার কন্যা সিন মনি কয়েকদিন আগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায়।

শুক্রবার দুপুরে  আত্মীয়ের বাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে সে। সাঁতার না জানায় এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ হলে এলাকাবাসী পুকুরে খোঁজাখুঁজি  শুরু করে।  

একপর্যায়ে সিন মনিকে অচেতন অবস্থায় পুকুরের এক কোণায় পাওয়া গেলে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিকেলে তার মরদেহ নাগরীর দর্শনা কলেজ পাড়ায় নিয়ে আসা হয়। ওই শিক্ষার্থীর মত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ০১,২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।