ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
গোবিন্দগঞ্জে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার, আটক ১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর হামিদুল ইসলাম (২২) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চান মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হামিদুল ইসলাম উপজেলার নাসিরাবাদ গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

পুলিশ জানান, বুধবার (২৯ নভেম্বর) সকালে হামিদুল তার বন্ধু চান মিয়াকে সঙ্গে করে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু রাতে চান মিয়া বাড়ি ফিরলেও হামিদুল বাড়ি ফেরেননি। পরে চান মিয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তার দেওয়া তথ্য মতে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম রফিক বাংলানিউজকে জানান, মূলত ভ্যান ছিনতাইয়ের জন্যই চান মিয়া তার লোকজনসহ হামিদুলকে জঙ্গলে নিয়ে হত্যা করে। এরপর তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।