ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৭

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাস ধাক্কা লেগে ঘটনাস্থলে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাসের অন্তত ১৬ যাত্রী।

শুক্রবার (০১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নেয়ামুল হুদা প্রাথমিকভাবে ৭ জন নিহত হওয়ার তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।