ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
চুনারুঘাটে ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ফিরোজ মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে।

শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। ফিরোজ মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে বলেন, বিকেলে পূর্ব বিরোধ নিয়ে ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইমরান ও ইমনের মাঝে ঝগড়া হয়। এ সময় ফিরোজ মিয়া তার ছোট ছেলে ইমনের পক্ষ নেন। পরে সন্ধ্যায় ইমরান ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ইমন ও তার বাবা ফিরোজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। এতে ইমন ও তার বাবা আহত হলে স্থানীয়রা তাদের  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ফিরোজ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় ইমনকে সিলেট এমএজি ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরো জানান, ইমনকে গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।