ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে নদী থেকে ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
নবাবগঞ্জে নদী থেকে ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার

ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদীতে ডুবে যাওয়া কুনাল কুন্ডু (২৫) নামের এক ভারতীয় নাগরিকের  মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

শুক্রবার (ডিসেম্বর ০১)  সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আল মাসুদ মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কলাকোপা পোদ্দার বাজার খেয়াঘাটে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় কুনাল।

গত ২৬ নভেম্বর ১ মাসের ভ্রমণ ভিসায় তার মা ও দুই কাকাত ভাইকে নিয়ে কলাকোপা রাজারামপুরে বেড়াতে আসেন কুনাল। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিন ভাই মিলে ইছামতি নদীর পোদ্দার বাজার ঘাটে গোসল করতে নামেন। এ সময় নদীর পানি ভাটায় যাচ্ছিলো। গোসলের এক পর্যায়ে কুনাল ভাটার টানে পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন এগিয়ে এলেও কুনালকে উদ্ধার করতে পারেননি তারা।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো  হবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।