ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শান্তিচুক্তির ২০ বছর পূর্তিতে সেনাবাহিনীর নানা কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
শান্তিচুক্তির ২০ বছর পূর্তিতে সেনাবাহিনীর নানা কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: পার্বত্য শান্তিচুক্তির ২০ বছর পূর্তিতে বান্দরবানে গরীব দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে সেনাবাহিনী।

শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে স্থানীয় রাজার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় উপস্থিত ছিলেন- ৬৯ ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, পুলিশ সুপার সজ্ঞিত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুফিদুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সেনা রিজিয়নের জিএসটু মেজর মেহেদি হাসান, সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা প্রমুখ।

সেনা রিজিয়নের জিএসটু মেজর মেহেদি হাসান জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে সেনা রিজিয়নের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শীতবন্ত্র বিতরণ, ২ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। পার্বত্যাঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ অঞ্চলের পাহাড়ি বাঙালি জনগোষ্ঠির সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে শান্তি চুক্তি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়ে শনিবার দুপুরে জনসংহতি সমিতি বান্দরবান জেলার শাখার উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে শহরের পুরাতন রাজবাড়ি মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। তাদের সঙ্গে জনসংহতি সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ, হিল ইউমেন্স ফেডারেশনসহ সমমনা দলগুলোর নেতাকর্মী সমর্থক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসম্বের ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।