ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীর সঙ্গে অ‌ভিমান ক‌রে গৃহবধূর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
স্বামীর সঙ্গে অ‌ভিমান ক‌রে গৃহবধূর আত্মহত্যা

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রামের ফুলবাড়ীয় স্বামীর সঙ্গে অভিমান করে আঙ্গুরী বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় রশি দি‌য়ে ঝু‌লে আত্মহত্যা ক‌রে‌ছেন।

নিহত গৃহবধু নাওডাঙ্গা ইউনিয়‌নের প‌শ্চিম ফুলম‌তি গ্রা‌মের সামিউল ইসলামের স্ত্রী।

শনিবার (২ ডি‌সেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপ‌জেলার নাওডাঙ্গা ইউ‌নিয়‌নের পশ্চিম ফুলমতি গ্রামে এ অত্মহত্যার ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূত্রে জানায়, নিহত গৃহবধূর স্বামী র্দীঘদিন ধরে কাজের সুবা‌দে ঢাকায় অবস্থান করেন। গৃহবধূর শ্বশুর ভ্যান চালক হওয়ায় প্রতিদিনের ম‌তো সকালে বাড়ি থে‌কে বেরিয়ে যান। শাশুড়ি গরুর ঘাস সংগ্রহের জন্য বে‌রি‌য়ে যায়। বাড়িতে কেউ না থাকায় সক‌লের অ‌গোচ‌রে গৃহবধূ আঙ্গুরী স্বামীর সঙ্গে অভিমান করেন। পরে তিনি নিজ ঘরে ধরনার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান সং‌শ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলা‌নিউজ‌কে জানান, ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করে ময়না তদ‌ন্তের জন্য কু‌ড়িগ্রাম ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডি‌সেম্বর ০২, ২০১৭
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।