ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী কম্বোডিয়া যাচ্ছেন রোববার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
প্রধানমন্ত্রী কম্বোডিয়া যাচ্ছেন রোববার 

ঢাকা: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে রোববার (০৩ ডিসেম্বর) সকালে কম্বোডিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, রোববার সকাল সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট নং বিজি-১২১৪ যোগে কম্বোডিয়ার উদ্দেশে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন প্রধানমন্ত্রী।

একই দিন দুপুর সাড়ে ১২টায় (স্থানীয় সময় )কম্বোডিয়ার Phnom Penh International Airport পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের।

 

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং এবং থাইল্যন্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড সাদিয়া মুনা তাসনিম।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সফরকালীন আবাসস্থল হোটেল সোফিটেলে নিয়ে যাওয়া হবে।  

রোববার (০৩ ডিসেম্বর) বিকেলে নমপেনে স্বাধীনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের ভাস্কর্যে শ্রদ্ধা জানাবেন তিনি।

সফরের প্রথম দিন রাতে কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের দেয়া নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এতে কম্বোডিয়ায় বসবাসকারী বাংলাদেশিরাও অংশ নেবেন।

সোমবার (০৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ১১টি চুক্তি ও ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা।

একই অনুষ্ঠানে দুই দেশের জাতির পিতার নামে ঢাকা ও নমপেনের  দুটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের ঘোষণা দেওয়া হবে। পরে শেখ হাসিনা ও হুন সেন যৌথ বিবৃতি দেবেন।  

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার রাজা Norodom Sihamon এবং কম্বোডিয়ান সিনেট প্রেসিডেন্ট Say Chhum ও ন্যাশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট Heng Samrin পৃথক সাক্ষাতে মিলিত হবেন।

তিন দিনের সফর শেষে ৫ ডিসেম্বর বিকেলে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফরে দু’দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমইউএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।