ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধান মাড়াই মেশিনে মাফলার পেঁচিয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
ধান মাড়াই মেশিনে মাফলার পেঁচিয়ে শিশুর মৃত্যু

বরগুনা: বরগুনার তালতলীতে ধান মাড়াই মেশিনে মাফলার পেঁচিয়ে আল আমিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে আমতলী উপজেলার পশ্চিম ঝাড়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আল আমিন উপজেলার পশ্চিম ঝাড়াখালী গ্রামের মো. নাসির উদ্দিন হাওলাদার ছেলে।

নিহতের চাচা মোশারফ হোসেন হাওলাদার বাংলানিউজকে জানান, তার বড় ভাই নাসির উদ্দিন হাওলাদার বাড়িতে মেশিন দিয়ে ধান মাড়াই করছিলেন। এ সময় আল আলিম মাড়াইকৃত ধান সাজিতে ভরে নিতে গেলে তার গলার মাফলার মেশিনের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে শ্বাস বন্ধ হয়ে আল আমিন জ্ঞান হারায়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার গৌরঙ্গ হাজরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।