ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বীরাঙ্গনাদের মধ্যে গরু বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
বরিশালে বীরাঙ্গনাদের মধ্যে গরু বিতরণ বীরাঙ্গনাদের মধ্যে গরু বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বিজয়ের মাসের দ্বিতীয় দিনে বরিশালে বীরাঙ্গনাদের মধ্যে গরু বিতরণ করা হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে নারী সংগঠন চেস্টার উদ্যোগে এ গরু বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কানন গোমেজ, বাকেরগঞ্জ উপজেলার আলেয়া বেগম, উজিরপুর উপজেলার কোহিনুর বেগম, গৌরনদী উপজেলার নুরজাহান বেগমের হাতে গরু তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, নারী সংগঠন চেস্টার সভাপতি সেলিনা বেগম শেলী, সহ-সভাপতি রাফেয়া আবেদীন, সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।