ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সন্তু লারমার নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত থাকার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
সন্তু লারমার নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত থাকার আহ্বান

রাঙামাটি: জুম্ম জাতির মুক্তির জন্য সন্তু লারমার পরবর্তী নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

শনিবার (০২ ডিসেম্বর) রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) আয়োজিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিশ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসেন কবির, জেএসএস কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, আদিবাসী ফোরাম পার্বত্যঞ্চলের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা, কেন্দ্রীয় যুব সমিতির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, কেন্দ্রীয় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক সুমন মারমা প্রমুখ।

আলোচনা সভা শেষে জেএসএস তাদের জনসমর্থিত গোষ্ঠি নিয়ে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।