ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ামতপুরে বস্তাবন্দি মানুষের কংকাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
নিয়ামতপুরে বস্তাবন্দি মানুষের কংকাল উদ্ধার

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে বস্তাবন্দি মানুষের কংকাল উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (০২ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ধানক্ষেত থেকে কংকাল উদ্ধার করা হয়।  

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে স্থানীয় কৃষকরা ধান কাটতে গিয়ে নিয়ামতপুর উপজেলার দেওয়ান পাড়া এলাকায় ধান ক্ষেতের মধ্যে বস্তাবন্দি কংকাল দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি কংকাল উদ্ধার করে।  

সন্ধ্যায় উপজেলার দেওয়ান পাড়া এলাকার আবুল হোসেন দেওয়ানের পরিবার কংকালটি সনাক্ত করেছে। তাদের দাবি উদ্ধারকৃত কংকালটি আবুল হোসেনের মেয়ে আলেমা খাতুনের (১৯)। তিনি দেড়মাস ধরে নিখোঁজ ছিলেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।