ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোর এমএম কলেজ অধ্যক্ষের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
যশোর এমএম কলেজ অধ্যক্ষের জানাজা সম্পন্ন যশোর এমএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমানের জানাজা

যশোর: যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। 

শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টায় যশোর এমএম কলেজ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এদিন সন্ধ্যা ৭টার দিকে প্রশাসন, রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শেণী-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

পরে রাত ৮টায় একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো আশরাফ উদ্দিনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেয়।

এর আগে, শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান।

মরহুমের স্ত্রী মীনা পারভীন বাংলানিউজকে জানান, তিনি মাইকার্ডিয়াক ইনফেকশনে (এমআই) ভুগছিলেন।

প্রফেসর মিজানুর রহমানের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দেড়বিন্নি গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।