ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভোরের শিশিরে হীরক দ্যুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
ভোরের শিশিরে হীরক দ্যুতি ছবি-বাংলানিউজ

খুলনা: হেমন্ত শেষের পথে। শীত আসি আসি করছে। উত্তরের বাতাস বইতে শুরু করেছে বেশ আগেই। রাতভর কুয়াশা শেষে শিশির ভেজা সকাল যেন প্রকৃতিতে সৌন্দর্য ছড়িয়ে শীতের জানান দিচ্ছে। সকালে ঘাসের ডগায়, ধানের শীষে শিশির বিন্দু হীরক দ্যুতি ছড়াচ্ছে। 

ছবি-বাংলানিউজনগর জীবনের কোলাহলের মধ্যেও ধানক্ষেতে মাকড়সার জালে যেন শিশিরের মুক্তদানার মালা।  

ছবি-বাংলানিউজ
ধানের শীষে ঘাস ফড়িংয়ের গাছে রাতভর জমেছে শিশির।

ছবি-বাংলানিউজভোরে সূর্য উঁকি দেওয়ার পরেও কিছু সময় কুয়াশার প্রভাব কাটে না। এ সময় মিষ্টি রোদ গায়ে মাখে পথিক।

ছবি-বাংলানিউজকচুপাতায় শিশির বিন্দুর সৌন্দর্যের খেলা।

ছবি-বাংলানিউজধান কাটার পরে ফসলের ক্ষেতে শিশির বিন্দু।

ছবি-বাংলানিউজকাক ডাকা ভোরে সাদা কুয়াশায় ঢাকা পথঘাট।  

ছবি-বাংলানিউজধানক্ষেতে কুয়াশায় বসে আছে ফিঙ্গে।

ছবি-বাংলানিউজঘাসের ডগায় শিশির বিন্দু হীরক দ্যুতি ছড়াচ্ছে।  

ছবি-বাংলানিউজপ্রকৃতির এমন বিচিত্ররূপ নগরবাসীর নজর কাড়ে। তবে সবাই এমন দৃশ্য দেখার সুযোগ পান না। কবির ভাষায়, বহু দিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু।  ছবিগুলো খুলনার জোড়াগেট এলাকা থেকে তোলা।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘন্টা, ৩ ডিসেম্বর, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।