ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে হাতবোমাসহ শীর্ষ সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
বুড়িচংয়ে হাতবোমাসহ শীর্ষ সন্ত্রাসী আটক র‌্যাবের হাতে আটক শীর্ষ সন্ত্রাসী আব্দুল আলীম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে সাতটি হাতবোমা ও ১২ রাউন্ড গুলিসহ মো. আব্দুল আলীম (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

আব্দুল আলীম উপজেলার গাজীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

রোববার (০৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-১১ পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ উপ পরিচালক মেজর সৈয়দ আরিফুর রহমান জানান, শনিবার (০২ ডিসেম্বর) রাতে উপজেলায় আল মদিনা রিয়া এন্টারপ্রাইজ নামক একটি
দোকান থেকে আলীম নামের ওই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি জানান, বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে কয়েকজন সন্ত্রাসী প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাতটি হাতবোমা ও ১২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।  

আটক আলীমের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।