ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু ও ই‌ন্দিরা গান্ধী দৃঢ় সম্প‌র্কের বীজ বুনেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
বঙ্গবন্ধু ও ই‌ন্দিরা গান্ধী দৃঢ় সম্প‌র্কের বীজ বুনেছেন বক্তব্য রাখছেন হর্ষ বর্ধন শ্রিংলা।

পিরোজপুর: বাংলাদেশে নিযুক্ত ভার‌তীয় হাই ক‌মিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ব‌লে‌ছেন, ১৯৭১ সা‌লে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভার‌তের প্রধানমন্ত্রী ই‌ন্দিরা গান্ধী এক‌টি শ‌ক্তিশালী সম্প‌র্কের বীজ বুনেছি‌লেন। 

তিনি বলেন, বাংলা‌দেশ‌কে সহ‌যো‌গিতা কর‌তে প্রস্তুত ভারত। ভারত ও বাংলা‌দেশ শা‌ন্তি ও সমৃ‌দ্ধি‌তে প্র‌তি‌বেশী দেশ হি‌সে‌বে এ‌কে অ‌ন্যের পা‌শে সব সময় থাকবে।

ভারত ও বাংলা‌দে‌শের বন্ধু‌ত্বপূর্ণ সম্প‌র্কের চেতনা থে‌কে আজ ভান্ডা‌রিয়া উপ‌জেলার ১১টি স্থা‌নে সু‌পেয় পা‌নি সরবরাহ প্রক‌ল্প উ‌দ্বোধন ক‌রে‌ছি। ভারত বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যা আমাদের সম্পর্কের সবচেয়ে মূল্যবান ও উল্লেখযোগ্য বিষয়গুলোর একটি। বিগত পাঁচ বছ‌রে বাংলা‌দে‌শে ১১০ কো‌টি টাকার ২৪টি প্রক‌ল্পের কাজ শেষ ক‌রে‌ছে ভারত সরকার। এই প্রকল্প বাংলা‌দে‌শের জনগ‌ণের জীব‌নে গুনগত প‌‌রিবর্তন আন‌বে। বর্তমা‌নে ১১০০ কো‌টি টাকায় আরও ৫৯ টি কাজ চল‌ছে।

রোববার (৩ ডিসেম্বর) বেলা সা‌ড়ে ১১টায় ভারত সরকা‌রের অর্থায়‌নে ভান্ডা‌রিয়া পৌরসভায় সা‌ড়ে ১১ কো‌টি টাকার সু‌পেয় পা‌নি সরবরাহ কা‌জের প্রকল্প উ‌দ্বোধন ক‌রেন শ্রিংলা। এরপর তি‌নি ভান্ডা‌রিয়া ম‌জিদা বেগম ম‌হিলা বিশ্ব‌বিদ্যালয় ক‌লে‌জে এক সুধী সমা‌বে‌শে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্যে এসব কথা কথা ব‌লেন তিনি।

‌পি‌রোজপুর জেলা প‌রিষদ চেয়ারম্যান মো. ম‌হিউ‌দ্দিন মহারাজের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন প‌রি‌বেশ ও বনমন্ত্রী আ‌নোয়ার হো‌সেন মঞ্জু।  

এসময় শ্রিংলা বলেন, আজ আমরা ভান্ডারিয়া উপজেলায় ১১টি পানি শোধনাগার স্থাপনের কাজ উদ্বোধন করেছি। এর মাধ্যমে ভান্ডারিয়ার দেড় লাখ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে। এ কাজের জন্য ভারত সরকার ভান্ডারিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ১১.৫০ কোটি টাকা সরাসরি নগদ অনুদান দিচ্ছে। প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে ২০১৭ সালের অক্টোবরে ভান্ডারিয়া পৌরসভাকে আগাম ২.২০ কোটি টাকা দেওয়া হয়েছিল।  
 
এ প্রকল্পের আওতায় আনুমানিক ৬০০ ফুট গভীর ১১টি গভীর নলকূপ স্থাপন করা হবে। প্রতিটি নলকূপ স্থাপিত এলাকায় একটি করে পানি শোধনাগারও স্থাপন করা হবে। পরিশোধিত পানি ১১টি এলাকার প্রতিটিতে ৪০,০০০ লিটার করে বড় ট্যাংকে সংরক্ষণের জন্য তোলা হবে। প্রকল্পের কাজ নয় মাসের মধ্যে সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন শ্রিংলা। শ্রিংলা ও সংশ্লিষ্টরা।

তিনি আরো বলেন, ভারত সরকার পানি শোধনাগারগুলো স্থাপনে সহযোগিতা করছে। যা বাস্তবায়িত হচ্ছে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উদ্যোগে।  

এসময় পি‌রোজপুর জেলা প্রশাসক খায়রুল আলম শেখ ও পু‌লিশ সুপার সালাম ক‌বির বক্তব্য রা‌খেন। সমাবেশে ভারতীয় হাই ক‌মিশনা‌রের ফাস্ট সে‌ক্রেটারি নবনীতা চক্রবর্তী, ই‌ত্তেফা‌কের বার্তা সম্পাদক তা‌রিন হো‌সেনসহ অনেকে উপ‌স্থিত ছি‌লেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭

এসআই

**ভান্ডা‌রিয়ায় পানি শোধনাগার উ‌দ্বোধন ক‌রলেন শ্রিংলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।