ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
ধুনটে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মা-ছেলেসহ আরও তিনজন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ধুনট-গোসাইবাড়ি সড়কের বাকশাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আলতাব উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে ও গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।


 
আহতেরা হলেন-ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের আবুল হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২৪), মজনু মিয়ার স্ত্রী আঙ্গুরী খাতুন (৬০) ও তার ছেলে আসাদুল ইসলাম (২)।
 
স্থানীয়রা জানান, ধুনট শহর থেকে যাত্রীবোঝাই সিএনজিচালিত একটি অটোরিকশা গোসাইবাড়ি বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে বিপরীতমুখী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী আলতাবসহ চারজন আহত হন।
 
আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাবকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তাসনীন আহাদ বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমবিএইচ/আরআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।