ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর: যশোরে ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ সময় মোটরসাইকেলের অপর আরোহী মাসুদুর রহমান গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের যশোর সেনানিবাস এলাকার শানতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ঝিনাইদহের মহেশপুর উপজেলার শুকুর আলীর ছেলে।

চিকিৎসাধীন মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, তিনি এবং চাচাতো ভাই আব্দুর রহিম মোটরসাইকেলে করে যশোর আসছিলেন। পথে শানতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে দু'জনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একইদিন সকাল ৯টার দিকে একই এলাকায় সদর উপজেলার শানতলা এলাকার দেদারুল গাজীর ছেলে মঙ্গল গাজী (৫০) নামে এক পথচারী মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে দু'জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।