ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
সবুজবাগে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

ঢাকা: রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দির ক্রসিং সংলগ্ন বিশ্বরোডে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচায় (৩৫) এক যুবক নিহত হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

সবুজবাগ থানার উপ-পরির্দশক (এসআই) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক বাস ও তার চালক-সহকারীকে খোঁজা হচ্ছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।