ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অভিযানে মাদক উদ্ধার, একজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ফেনীতে অভিযানে মাদক উদ্ধার, একজনের কারাদণ্ড অভিযানে আটক মাদক ব্যবসায়ীরা

ফেনী: ফেনীতে জেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনের ১ বছরের কারাদণ্ড এবং  একজনের বিরুদ্ধে মামলা করা হয়।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে ফেনী পৌরসভার আপ্যায়ন আফরোজ টাওয়ারের পাশের নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন, তিনি জানান পৌরসভার পাশের আপ্যায়ন আফরোজ টাওয়ারের পাশের নির্মাণাধীন ভবন ক্রমেই প্রকাশ্য মাদক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।

এমন খবরের ভিত্তিতে ঝটিকা অভিযানে ভবনের ভেতর থেকে ১১৫ বোতল ফেন্সিডিল, ১০ লিটার মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় পশ্চিম রামপুরের মইন উদ্দিন রাসেল (৩২) ও  বিরিঞ্চির জালাল আহমেদকে (৪৫) ।

গাঁজা সেবন ও বিক্রির অপরাধে মইন উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফেন্সিডিল বহনের অপরাধে জালাল আহমেদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ ব্যাপারে সোহেল রানা জানান, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। এই স্থানটি দীর্ঘদিন ধরেই মাদকের আস্তানা হিসেবে ব্যবহার হয়ে আসছে। এ রকম আস্তানা নির্মূলে কাজ করবে জেলা প্রশাসন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।