ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ফুলপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ ফুলপুরের চার গ্রামে অভিযান চালিয়ে এ অস্ত্র জব্দ করা হয়। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরের চার গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সিংহেমারি, চরবাহাদুরপুর, চরস্বল্পা এবং চরনিয়ামত গ্রামের বিভিন্ন বাড়িতে এ অভিযান চালানো হয়।

ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখের হোসেন সিদ্দিকী এ অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, অভিযানে রামদা, কিরিচ, বল্লমসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

তবে অস্ত্রের মালিকেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান এএসপি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।