ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিলাইছড়ি ও জুরাছড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ১, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
বিলাইছড়ি ও জুরাছড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত ১, আহত ১

রাঙামাটি: রাঙামাটির জুরাছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে অরবিন্দু চাকমা (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ১নং ইউনিয়নের দেবাছড়া এলাকার খাগড়াছড়ি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অরবিন্দু চাকমা ওই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত বাংলানিউজকে জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

অপরদিকে, সন্ধ্যায় বিলাইছড়ি উপজেলা সদরের তিলিক্যাছড়ি এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমার ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে রাসেল মারমা গুরুতর আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।