ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
নীলফামারীতে আগুনে ৭ বসতঘর পুড়ে ছাই

নীলফামারী: নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে ইউনিয়নের শিমুলতলী গ্রামের কোরানিপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল রহীম নামে এক কৃষকের বাড়ির রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে।

এতে ওই কৃষক ও তার বড় ভাই আব্দুল আলিমের সাতটি বসতঘর, ঘরে থাকা আববাবপত্র, ধান, নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ বাদশা মামুন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটানাস্থনে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই গ্রামের আরও ১৫টি পরিবারের বসতঘর রক্ষা পায়।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।