ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
লৌহজংয়ে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক লৌহজংয়ে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১০৫ পিস ইয়াবাসহ মো. তানজিল বেপারী (১৯) ও মো. বুলু (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১। এর আগে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাহমুদপট্টি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তানজিল মাহমুদপট্টি গ্রামের মৃত মুসলিম বেপারীর ছেলে ও বুলু মৃত আব্দুল হাইয়ের ছেলে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বাংলানিউজকে বলেন, আটক দুইজনের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদকের মূল্য ৩১ হাজার ৫০০ টাকা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।