ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অপরাধীরা ক্ষমতাসীন হলেও পার পাবে না

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
অপরাধীরা ক্ষমতাসীন হলেও পার পাবে না পাথরঘাটা উপজেলা বিট পুলিশিং-এর সভা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম) বলেছেন, যত বড় ক্ষমতাসীন নেতা হোক না কেনো, অপরাধীরা আইনের হাত থেকে রক্ষা পাবে না।

বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলা বিট পুলিশিং-এর উদ্যোগে এক সভায় খাসকাচারি মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডিআইজি বলেন, সম্প্রতি পাথরঘাটা কলেজের পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যারা গ্রেফতার হয়েছে তাদের আমরা চিনি।

তাদের ব্যাপারে পুলিশের কাছে অনেক তথ্য রয়েছে। তারাও আইনের আওতায় এসেছে। এসব অপরাধীরা যত বড় ক্ষমতাসীন নেতা হন না কেনো সকলকেই আইনের আওতায় আসতে হবে।

পাথরঘাটা পৌরসভার মেয়র ও উপজেলা বিট পুলিশিং-এর সভাপতি আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বরগুনা জেলা পুলিশ সুপার বিজয় বসাক (পিপিএম), পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।