ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের রাবেয়া ফ্লাওয়ার মিল এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান গাজী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৬ ডিস্মেবর) দুপুরে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহমানের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দাগরকান্দা গ্রামে।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার সার্জেন্ট সারওয়ার রহমান বাংলানিউজকে জানান, দুপুরে রাবেয়া ফ্লাওয়ার মিল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুর রহমান। এসময় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।