ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ইউসিবি ব্যাংক ভবনে আগুন, একজনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
নারায়ণগঞ্জে ইউসিবি ব্যাংক ভবনে আগুন, একজনের মৃত্যু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের থানা পুকুরপাড় মসজিদ মার্কেট এলাকার (ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক) ইউসিবি ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ব্যাংকের সিকিউরিটি গার্ড নিহত ও আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায় আল জয়নাল প্লাজার বিপরীত পার্শে সিটি করপোরেশনের বহুতল মার্কেটে এ আগুন লাগে।

এ মার্কেটে ইউসিবি ব্যাংকসহ আরো একটি ব্যাংক রয়েছে। আগুনের ঘটনায় ভবনে থাকা মানুষরা ১০ তলার ছাদে উঠে আশ্রয় নেন।

সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ব্যাংকের সিকিউরিটি গার্ড সেলিম (৫০) আগুনে নিহত হয়েছেন, তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সকালে সিটি করপোরেশনের ১০তলা মার্কেটের ৩য় তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের মোট নয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আহত হন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী আমিনুল। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুন লাগার ঘটনায় ব্যাংকের অনেক কাগজপত্র এবং ডেকোরেশন পুড়ে নষ্ট হয়েছে। এ কারণে সকালে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে অবস্থা দেখে আপাতত ব্যাংকটির চাষাঢ়া শাখা থেকে কার্যক্রম পরিচালিত হবে বলে জানান। তবে যেসব কাগজপত্র পুড়েছে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ তা পরে জানানো হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানান।

এ ব্যাপারে ব্যাংকের কেউ সরাসরি কথা বলতে রাজি হননি। তবে ব্যাংকটিতে অনলাইন কার্যক্রম থাকায় আগুনে গ্রাহকদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭/ আপডেট: ১১৪৫
আরআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।